বিনোদন ডেস্ক : দীর্ঘ এক যুগ পর নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন নগর বাউল’খ্যাত রকস্টার জেমস। শুধু তাই নয়, একে একে করে বেশ কিছু নতুন গানের আয়োজন প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আপাতত চাঁদরাতের অপেক্ষা। কারণ এদিনই আসছে এই তারকার নতুন গান।
জেমস মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘টানা ১২ বছর পর একক গান নিয়ে হাজির হচ্ছেন ভাই। এটা আমাদের সবার জন্যই আনন্দের। গানটি প্রকাশ হবে চাঁদরাতে। আর গানটির সঙ্গে অভিষেক হচ্ছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানেরও। এটাও একটা আনন্দের বিষয়।’
জানা গেছে, জেমসকে নিয়ে চমকে দেওয়া এই নতুন প্রতিষ্ঠানটির নাম বসুন্ধরা ডিজিটাল।
Leave a Reply