নিউজ ডেস্ক : অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের কারওয়ান বাজার শাখার রিটেইল ব্যাংকিং ডিভিশনের সাবেক টিম লিডার এস এম রেজাউল আনোয়ারের ৬ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
রায়ে সরকারি কর্মচারীর অপরাধমূলক বিশ্বাস ভঙ্গে প্রতারণা করে অর্থ আত্মসাতের জন্য তিন বছর, জাল কাগজপত্র তৈরির জন্য দুই বছর এবং জাল জালিয়াতির আরেক ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায় ঘোষণার সময় রেজাউল আনোয়ার আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
২০১৬ সালের ১৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-১-এ দুজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অপর আসামি করা হয় এবি ব্যাংকের কারওয়ান বাজার শাখার সাবেক সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও অপারেশন ম্যানেজার কাজী আশরাফ আলীকে।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে কারওয়ান বাজার শাখার পাঁচটি হিসাবের বিপরীতে ডেবিট কার্ড ইস্যু করে ওই ডেবিট কার্ডের মাধ্যমে ২০১৩ সালের ২ এপ্রিল থেকে ২৫ জুলাই পর্যন্ত ৩৯ লাখ ৪৭ হাজার টাকা উত্তোলন করেন। এর মধ্যে ১৪ লাখ ৭ হাজার টাকা প্রতারণা, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যহারের মাধ্যমে আত্মসাৎ করেন।
মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি রেজাউল আনোয়ারকে একমাত্র আসামি করে চার্জশিট দাখিল করেন মনিরুল ইসলাম। ওই বছরের ২৮ জুন আসামির বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটির বিচার চলাকালে আদালত ১৫ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন।
Leave a Reply