আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের চাষীদর উৎপাদিত পণ্য বিক্রির একমাত্র চাষী বাজারটি উচ্ছেদ না করে তা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
গতকাল বৃধবার বেলা সাড়ে ১২টার সময় জেলা প্রশাসকের অফিসের সামনে শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন কমূর্সচির আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খালেকুজ্জামান খালেক, চাষী বাজার সমিতির সভাপতি শরিফুল ইসলাম, সহ-সম্পাদক মোখলেসুর রহমান, ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল ইসলাম, মাছ ব্যবসায়ী মালা রানী প্রমূখ।
এসময় বক্তাগণ বলেন, ২০০৭সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ সেনাবাহিনী মহানন্দা ব্রীজ সংলগ্ন টোলঘরের পূর্বে সড়ক বিভাগ ও খাস খতিয়ানের ফাঁকা জায়গায় চাষীদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য টোলমুক্ত চাষী বাজার স্থাপন করেন। সেসময় থেকে আজ অবধি টোলমুক্তভাবে চাষীরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করে আসছে।
কিন্তু গত ৮ মে সড়ক ও জনপদ বিভাগ বাজারের সমস্ত দোকানপাট উচ্ছেদের নোটিশ দিয়েছে। এমন অবস্থায় বাজারটি উচ্ছেদ না করে স্থায়ী করণের দাবি জানান বক্তাগণ। পরে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এর নিকট একটি স্মারকলিপি হস্তান্তর।
Leave a Reply