আনিসুর রহমান, মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর এলাকা থেকে ২৫ কেজি গাঁজা ও পিকাপ ভ্যানসহ শাকিল মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃত ব্যক্তিহল সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার পশ্চিম শাসরাম এলাকার কাচা মিয়ার পুত্র। বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামীউন্নবী চৌধুরী জানান,
মঙ্গলবার ভোরে মনতলা বিওপির হাবিলদার সাইফুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল কমলপুর- মনতলা সড়কের কমলপুর এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত মাদক কারবারীকে গাঁজা ও পিকাপসহ আটক করে ।আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply