স্টাফ রিপোর্টার : রাজধানীর ভাটারা থানার আওতাধীন বড়ইতলা রহিম গলি মোছলেহ এর বাড়ীর পাশে থেকে গৃহবধু জোনাকি সাহা গত ২৯/১২/২১ তাং সকালে আনুঃ সকাল ৭ টায় ছেলে মেয়েকে বাসায় ফেলে হাটতে বের হওয়ার কথা বলে চলে যায়,,পরে আর ফিরে আসেনি।
এ বিষয় ০১/০১/২০২২ভাটারা থানায় একটি নিখোজ ডায়রিও করা হয়েছে।এদিকে তার স্বামী মৃতুঞ্জয় সাহা পিতাঃ প্রভুদান দাশ এর নিকট থেকে থানা যায়, যে তার স্ত্রী জোনাকি সাহা বিয়ের পর থেকেই তার সাথে তার স্ত্রী বাজে ব্যবহার করতো।
এবং কথায় কথায় গালি গালাজ সহ ভয় ভিতি দেখাতো,জোনাকি সাহা বিভিন্ন ছেলেদের সাথে মোবাইলে প্রেমের সম্পর্কও গড়ে তুলছে,,বিষয়টি স্বামী মৃতুঞ্জয় টের পেলে তাকে গালি গালাজ করে,,জোনাকির স্বামী জানায় তার স্ত্রী নাকি এরকম আরো অনেকবার বাসা ছেড়ে গিয়েছে কিন্তু ২/১ দিন পরে আবার ফিরে আসতো,,কিন্তু এবার আর ফিরে আসেনি,,জোনাকি সাহার এক ছেলে প্রত্যয়০৮ এবং এক মেয়ে জয়ী দেড় বছরের,, ছোট ছোট সন্তান নিয়ে স্বামী মৃতুঞ্জয় এখন পাগল প্রায় যে কোন মুল্যে তার স্ত্রী জোনাকি সাহাকে ফিরে পেতে চায়।
Leave a Reply