এস এম হুমায়ুন কবির, কক্সবাজার জেলা প্রতিনিধি: রামু থানার ক্লুলেস, চাঞ্চল্যকর টমটম ড্রাইভার আবু সৈয়দ (১৬) খুন ও টমটম গাড়ী ছিনতাই মামলার রহস্য উদঘাটন সহ টমটম গাড়ী,ব্যাবহৃত চোরা উদ্ধার পূর্বক আসামী গ্রেফতার।
রামু থানাধীন দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেইন্দা চরপাড়া নামক স্থান হইতে যাত্রীবেশে টমটম ড্রাইভার আবু সৈয়দ (১৬)কে গত ২৯/০৪/২০২২ইং গভীর রাতে হত্যা করতঃ টমটম গাড়ীটি ছিনতাই হয়। ০১/০৫/২০২২ইং সকাল বেলা রামু থানা পুলিশ মৃত দেহ উদ্ধার পূর্বক অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে রামু থানায় মামলা নং-০২(৫)২২ ধারা, ৩৯৪/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।
পুলিশ সুপার, কক্সবাজার জনাব হাসানুজ্জামান পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় রামু থানার অফিসার ইনচার্জ,আনোয়ারুল হোসাইন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীর নেতৃত্বে এসআই মোহাম্মদ শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স সহ
অভিযান পরিচালনা করিয়া গত-১০/০৫/২০২২ইং ঘটনা সংঘটনকারী আসামী আবুল কালাম(২২) কে গ্রেফতার পূর্বক তাহার স্বীকারোক্তি মোতাবেক চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন মৌলভীর দোকান নামক স্থান হইতে ছিনতাইকৃত টমটম গাড়ী এবং ঘটনাস্থল সংলগ্ন জলাশয় হইতে হত্যায় ব্যবহৃত ধারালো চোরা আসামীর দেখানো মতে উদ্ধার করা হয়। অদ্য আসামী বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। অন্যান্য আসামী গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
Leave a Reply