ক্রিড়া ডেস্ক : সপ্তমবারের মতো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ফাইনালে আজ রোববার ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়েছে তারা। পুরো টুর্নামেন্টে অজি নারীদের হারাতে পারেনি কেউই।
অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ন্যাট স্কিভারের অপরাজিত ১৪৮ রানের কল্যাণে ৪৩ দশমিক ৪ ওভারে ২৮৫ রান পর্যন্ত যেতে সক্ষম হয় ইংলিশরা।
১২১ বলে ১৫টি চার ও একটি ছক্কায় স্কিভার তার ইনিংসটি সাজান। এ ছাড়া ট্যামি ব্যাওমন্ট ২৭, অধিনায়ক হ্যাথার নাইট ২৬ ও সোফিয়া ডাঙ্কলে ২২ রান করেন। অজিদের পক্ষে তিনটি করে উইকেট নেন অ্যালানা কিং ও জেস জোনাসেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ‘তাণ্ডব চালান’ অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হিলি। ১৩৮ বলে ১৭০ রানের ইনিংস খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
হিলির ইনিংসে কোনো ছক্কা ছিল না, ছিল ২৬টি চার। তার ওপেনিং পার্টনার রার্চেল হায়নেসও খেলেন ৯৩ বলে ৬৮ রানের ইনিংস। বেথ মুনি করেন ৪৭ বলে ৬২ রান। শেষ দিকে ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন অ্যালিসি পেরি। নির্ধারিত ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়া পায় ৫ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ।
Leave a Reply